সারাদেশ ৬ অক্টোবর, ২০২০ ০৭:১৭

সাগরে লঘুচাপ, নদীবন্দরে সতর্কতা

ডেস্ক রিপোর্ট

দেশের বিভিন্ন অঞ্চলে সাগরে সৃষ্ট লঘুচাপে এবং মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। তবে লঘুচাপটি এখন দুর্বল হয়ে গেছে। ফলে বৃষ্টির পরিমাণ আগামীকাল বুধবার কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।  

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, লঘুচাপটি দুর্বল হয়ে গেছে। এর প্রভাবে আজ মঙ্গলবার সারাদিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বুধবারও হবে। তবে পরিমাণে কিছুটা কমে আসবে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাব তো আছেই।

সতর্ক বার্তায় বলা হয়েছে, রংপুররাজশাহীপাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহঢাকা, ফরিদপুর যশোরকুষ্টিয়াখুলনা, বরিশাল, পটুয়াখালীনোয়াখালী, কুমিল্লা,   চট্টগ্রাম, কক্সবাজার সিলেট বিভাগের ওপর দিয়ে দক্ষিণদক্ষিণ পূর্ব দিকে থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।  কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।