জাতীয় ৬ অক্টোবর, ২০২০ ০৭:৩৫

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের বাঁধা

নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার রাজধানীর শাহাবাগে পূর্ব ঘোষণা অনুযায়ী নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে রওনা হয় আন্দোলনকারীরা। তবে মিছিল পুলিশের বাঁধায় পণ্ড হয়ে গেছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, পুলিশ পারে সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ ছাত্রদের সঙ্গে, কিন্তু পুলিশ যুবলীগের নেতাদের গ্রেফতার করতে পারে না, ছাত্রলীগের নেতাদের গ্রেফতার করতে পারে না। তখন তাদের লাঠির জোর কমে যায়। কারণ অধিকাংশই চাকরি পেয়েছে আওয়ামী লীগের বদৌলতে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স বলেন, আমাদের মিছিল থেকে কোনো উসকানি দেয়া হয়নি। সারাদেশে যে অব্যাহত ধর্ষণ চলছে আমরা তার প্রতিবাদ করছিলাম। পেটুয়া পুলিশ বাহিনী আমাদেরকে নির্মমভাবে আটকে দিয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দী, বর্তমান সভাপতি মেহেদী হাসান নোবেল, ছাত্র ইউনিয়নের ঢাবি সাধারণ সম্পাদক রাগিব নাইম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জওহরলাল রায় প্রমুখ।