আইন ও আদালত ২০ আগস্ট, ২০১৯ ০৮:৩১

মিন্নির জামিন নিয়ে আদালতের রুল জারি 

ডেস্ক রিপোর্ট ।। 

বরগুনার রিফাত হত্যা মামলায় হাইকোর্টে আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনানি শেষে রুল জারি করেছেন আদালত। 

কেন আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দেয়া হবেনা এই মর্মে রুল। 

৭ দিনের মধ্যে রুল নিস্পত্তি করতে হবে। এসপিকে  সংবাদ সম্মেলনের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে এবং ২৮ তারিখ মামলার সব ডকুমেন্ট নিয়ে আদালতে হাজির হতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশও দিয়েছেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন।

আয়েশা সিদ্দিকা ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার আগে বরগুনার পুলিশ সুপার (এসপি) গত ১৮ জুলাই এক সংবাদ সম্মেলন করেন। সেখানে রিফাত হত্যায় আয়েশার সংশ্লিষ্টতার কথা তিনি সাংবাদিকদের জানান। এ বিষয়ে এসপির লিখিত বক্তব্য চেয়েছেন আদালত।

আয়েশাকে পুলিশ লাইনসে নেওয়া, জিজ্ঞাসাবাদ, আসামি করা ও তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দির আগে সম্পৃক্ততা নিয়ে এসপির প্রেস ব্রিফিং-সংক্রান্ত তথ্য জানাতে গতকাল সোমবার বলেছিলেন হাইকোর্ট। দিনক্ষণ উল্লেখ করে এসব তথ্য সম্পূরক আবেদন আকারে আজ মঙ্গলবার আদালতে দাখিল করতে আয়েশার আইনজীবীকে বলা হয়েছিল। একই সঙ্গে আদালত আজ শুনানির পরবর্তী সময় নির্ধারণ করেছিলেন। এর ধারাবাহিকতায় আজ বেলা দুইটায় শুনানি হয়।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। ওই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ও রিফাত ফরাজী তাঁকে রামদা দিয়ে কোপাচ্ছেন। ঘটনার দিন থেকেই নিখোঁজ হন তাঁরা। ঘটনার পর দিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। এরপর গত ২ জুলাই নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।