খেলাধুলা ৮ অক্টোবর, ২০২০ ০৩:৩০

ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের ৭-১ গোলে সহজ জয়

স্পোর্টশ ডেস্ক

ফ্রান্সের কাছে ইউক্রেন কোন কঠিন টিম নয়।প্রতিপক্ষকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেইন্ট ডেনিসে নিজের সেরা অস্ত্রকে বসিয়ে রেখেই একাদশ সাজান দিদিয়ের দেশম। মার্শিয়াল আর জিরুতেই ভরসা রাখেন বিশ্বকাপ জয়ী কোচ। আস্থার প্রতিদান দিতে অবশ্য ভুল করেননি ফরাসীদের বুড়ো ঘোড়া।

শুরু থেকেই ইউক্রেনকে তটস্থ করে রাখে ফ্রান্সের ফরোয়ার্ড লাইন। মাঝ মাঠের দখলটা বেশ সহজেই পেয়ে যায় স্বাগতিকরা। ফলাফল, ৯ মিনিটেই আসে প্রথম গোল।

স্কোরার ক্যামাভিঙ্গা। গোল খেয়ে হুঁশ হারিয়ে ফেলে অতিথি দল। তবে, ফিরে আসার সুযোগ দেয়নি ফ্রান্স।২৪ থেকে ৩৪ মিনিটের মধ্যে আরো দুই গোল করেন অলিভার জিরু। আর প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগে ফরাসীদের হয়ে চতুর্থ গোল করেন একজন ইউক্রেনিয়ান, মাইকোলেঙ্কো।

বিরতি থেকে ফিরেই এক গোল শোধ দেয় শেভচেঙ্কোর দল। যেটা আবার কাল হয়ে দেখা দেয় তাদের জন্য। ওই এক গোল তাতিয়ে দেয় পুরো ফ্রান্সকে। ৬৫ মিনিটে ৫ম গোল করেন টোলিসো।

জয়টা সহজ হয়ে যাওয়ায়, দেশম মাঠে নামান তার দুই তুরুপের তাস এমবাপ্পে আর গ্রিজম্যানকে। কোচকে খালি হাতে ফেরান নি পিএসজি আর বার্সেলোনা স্টার। ৮২ আর ৮৯ মিনিটে দুই গোল করেন দুজন।এর ফলে ৭-০ গোলের বিশাল জ্বয় নিয়ে মাঠ ছারে ফ্রান্স।