আন্তর্জাতিক ১১ অক্টোবর, ২০২০ ০৯:৫০

কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত এলইটির শীর্ষ কমান্ডার

ইন্টারন্যাশনাল ডেস্ক

কাশ্মীরে পুলিশ ও সেনারবাহিনীর অভিযানকালেবন্দুকযুদ্ধেলস্কর--তৈবার (এলইটি) শীর্ষ কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর টাইমস অফ ইন্ডিয়ার

কাশ্মীর পুলিশ জানিয়েছে, শনিবার পুলওয়ামার বন্দুকযুদ্ধে নিহত দুইজনের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে।

কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে, পুলওয়ামায় নিহত দুইজনের মধ্যে একজন লস্করের শীর্ষ কমান্ডার জাহিদ নাজির ভাট । ওই এলাকায় বিশাল পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গোপন সূত্রের ভিত্তিতে পুলওয়ামা এলাকায় তল্লাশি চালায় ভারতীয় সেনা, কেন্দ্রীয় পুলিশবাহিনী ও জম্মু ও কাশ্মীরের পুলিশের যৌথবাহিনী।

অভিযান চালানোর সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি করতে থাকে সন্ত্রাসীরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। এসময় দুইজন নিহত হয়।