খেলাধুলা ১২ অক্টোবর, ২০২০ ১১:১০

ইতিহাস গড়ে ফ্রেঞ্চ ওপেনের মুকুট শিয়াওতেকের দখলে

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জয়ের উল্লাসে মাতলেন ইগা শিয়াওতেক। ফরাসি ওপেনের মেয়েদের এককের ফাইনালে যুক্তরাষ্টের সোফিয়া কেনিনকে হারিয়েছেন এই পোলিশ খেলোয়াড়।

মাত্র ১৯ বছর বয়সী এই টিনএজার গোটা আসরে হারের মুখ দেখেনি একবারও। প্রতিযোগিতায় বাকি ম্যাচগুলোর মত শিরোপা নির্ধারণী লড়াইয়েও পাত্তা দিলেন না সোফিয়া কেনিনকে। একপেশে ম্যাচে অসাধারণ নৈপুণ্যতা দেখিয়ে তিনি গড়লেন ইতিহাস। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের এই তারকা খেলোয়াড়।

ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সবচেয়ে কমবয়সী হিসেবে শিরোপা জিতলেন ২০০১ সালের ৩১ মে জন্ম নেওয়া শিয়াওতেক। রোলাঁ গারোঁয় গত শনিবার শিরোপা লড়াইয়ে -, - গেমে জেতেন শিয়াওতেক। কোনো সেট না হারিয়েই জয়ের মুকুট পরলেন এই টিনএজার।

৮১ বছরের মধ্যে প্রথম পোলিশ নারী হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন শিয়াওতেক। এবার হয়ে গেলেন দেশটির ইতিহাসের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়।