জাতীয় ১২ অক্টোবর, ২০২০ ০১:৫৯

ঢাকার ৪৫ শতাংশ মানুষ করোনা আক্রান্ত: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীবাসীর ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমনটাই জানা গেছে অ্যান্টিবডি পরীক্ষায়। আইইডিসিআর ও আইসিডিডিআরবির একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এ গবেষণার তথ্য প্রকাশ করা হয়।

আইসিডিডিআরবি সিনিয়র বিজ্ঞানী ফেরদৌসি কাদরি বলেন, অ্যান্টিবডি পরীক্ষায় দেখা গেছে রাজধানীর ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে আইইডিসিআর সহকারী প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের ৮২ ভাগের কোনো লক্ষণই ছিল না, ৬ ভাগের লক্ষণ ছিল, ১২ ভাগ প্রিসিম্পটোমেটিক ছিল। ঢাকা সিটিতে ৯.৮ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছে। বস্তি এলাকায় আক্রান্তের হার ৫.৭ ভাগ।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ যাতে না আসে সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। জনগণ সচেতন না হলে করোনা সংক্রমণ প্রতিরোধ কষ্টসাধ্য ব্যাপার। যারা ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদেরও সতর্ক থাকার পরামর্শ থাকল।