সারাদেশ ১৩ অক্টোবর, ২০২০ ০১:০৬

অবৈধ ক্যাবল অপসারণে ডিএসসিসির ৪ ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের (ডিএসসিসির) অবৈধ ক্যাবল অপসারণে পৃথক চারটি এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে প্রায় ৩ হাজার ৪০০ মিটার দূরত্বে থাকা ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল কেটে দেওয়া হয়।

আজ মঙ্গলবার সদরঘাট এলাকায়, ১৫ নং ওয়ার্ডের সাত মসজিদ রোডে, ৪৪ নং ওয়ার্ডের সুত্রাপুর কমিউনিটি সেন্টার অংশে, ৩৪ নং ওয়ার্ডের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় হতে আল রাজ্জাক হোটেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সদরঘাট এলাকায় অবৈধ ক্যাবল অপসারণে অভিযান পরিচালনা করেন। মনিরুজ্জামানের নেতৃত্বাধীন অভিযানে প্রায় ৯০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ১৫ নং ওয়ার্ডের সাত মসজিদ রোডে অবৈধ ক্যাবল অপসারণ করেন। এ সময় তিনি প্রায় ১ হাজার ৫০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।

একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৩৪ নং ওয়ার্ডের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় হতে আল রাজ্জাক হোটেল পর্যন্ত প্রায় ৪০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ কেবল অপসারণ করেন।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সুত্রাপুর কমিউনিটি সেন্টার অংশে রাস্তার দু'পাশে প্রায় ৬০০ মিটার অংশে হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।