জাতীয় ১৩ অক্টোবর, ২০২০ ০১:২২

ডিএনসিসিতে করোনার থাবা, মেয়রসহ আক্রান্ত ১৭

রায়হান শোভন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) করোনা সংক্রমন দ্রুত বাড়ছে। একের পর এক সংস্থার কর্মকর্তা-কর্মচারী করোনায় সংক্রমিত হচ্ছেন। প্রথমে মেয়র আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রীর খবর পাওয়া গেলেও এখন এই সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। কিন্তু সংক্রমিতদের সংস্পর্শে যারা গেছেন, তাদের আইসোলেশন নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এতে সংক্রমণের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ডিএনসিসি সচিব দপ্তর সূত্র জানায়, এই ১৭ জনের মধ্যে ১০ জনই উচ্চ পদের কর্মকর্তা। বাকি সাতজন বিভিন্ন বিভাগে কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। তারা সবাই গুলশান-২ এর নগর ভবনেই অফিস করেন। এর মধ্যে গতকাল সোমবার আতিকুল ইসলাম সন্ত্রীক করোনায় সংক্রমিত হন। তিনি আজ বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর বাইরে করোনায় সংক্রমিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদূর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা তাজিনা সারোয়ার, তিনজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, সালেহা বিনতে সিরাজ, আবেদ আলী, জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন ও মেয়রের সহকারী একান্ত সচিব-১ রিশাদ মোর্শেদ।

এ ছাড়া সদ্য সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনও করোনায় সংক্রমিত হয়েছেন। তিনি গত ৮ অক্টোবর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার দুদিন পরেই করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে মোমিনুর রহমান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের একান্ত সহকারী সচিব (এপিএস-২) ফরিদ উদ্দিন আমাদের কাগজকে বলেন, মেয়রসহ বাকি কর্মকর্তারা ভালো আছেন। তবে মেয়রের স্ত্রী চিকিৎসক শায়লা শগুফতা ইসলাম কিছুটা অসুস্থ।