সারাদেশ ১৩ অক্টোবর, ২০২০ ০২:১৩

ইউএনও লাঞ্ছিত, পৌর মেয়র বরখাস্ত পাবনায়

নিজস্ব প্রতিবেদক

পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত করার অভিযোগে বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ মঙ্গলবার এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের এক প্রজ্ঞাপন জারি করা হয়।

আবদুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাই। বাতেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অসংখ্য অভিযোগ রয়েছে। গত এপ্রিল মাসে উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের চাল চুরির ঘটনা জড়িত থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামী লীগ আবদুল বাতেনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়।

আইনশৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা পর্যায়ের সব কর্মকর্তার সামনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই ঘটনা ঘটে। পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ ও সভায় উপস্থিত একাধিক জনপ্রতিনিধি বিষয়টির সত্যতা নিশ্চিত করে। তাঁরা জানান, বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন উপজেলার কাজিরহাট ও নগরবাড়ি ঘাট ইজারা সংক্রান্ত আগে তৈরি করা একটি লিখিত রেজুলেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে অনুমোদনের জন্যে চাপ প্রয়োগ করেন। বিষয়টি নীতিমালা বহির্ভূত হওয়ায় ইউএনও তা অনুমোদনে অস্বীকৃতি জানালে মেয়র বাতেন তাঁকে মারতে তেড়ে আসেন।