বিনোদন ১৫ অক্টোবর, ২০২০ ০৬:২৮

সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি, করোনা রিপোর্ট নেগেটিভ

বিনোদন ডেস্ক

ভারতীয় বাঙালি কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) তার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। এই অভিনেতার শারীরিক পরিস্থিতিরও বেশ উন্নতি হয়েছে। তিনি চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার দুবার প্লাজমা থেরাপি করা হয়েছে। তাতে কাজও দিয়েছে। প্রয়োজনে আবারও তা করা হতে পারে। কিডনি, যকৃৎসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সচল রয়েছে সৌমিত্রের।

বেলভিউ হাসপাতালের এক কর্মকর্তা বলেন, এখনই ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছে না। তিনি সংকটমুক্ত নন ঠিকই, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

প্রসঙ্গত, ৮৫ বছরের সৌমিত্র চট্টোপাধ্যায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি আছেন।

উল্লেখ্য, ১৯৩৫ সালে কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র। তিনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ১৪টি সিনেমাতে অভিনয় করেছেন। এরমধ্যে অপুর সংসার ছবি অন্যতম।