রাজনীতি ১৭ অক্টোবর, ২০২০ ১১:৩০

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে চলছে ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা- নওগাঁ- আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে দুই আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। ভোট শেষ হওয়ার পর পরই কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়েছে।

পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হলেও এই দুই উপনির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে। দিনের আবহাওয়া ভাল থাকলেও ঢাকা- আসনে ভোট দেওয়ার জন্য ভোটারদের পরিচিত দীর্ঘ লাইন কোথাও প্রায় দেখা যায়নি।

আওয়ামী লীগের প্রার্থীরা ভোট সুষ্ঠু হয়েছে দাবি করলেও বিএনপির প্রার্থীরা ভোটকেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের নানাভাবে হয়রানি করার অভিযোগ তুলেছেন। ঢাকা- আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদ শেষ পর্যন্ত মাঠে থাকলেও নওগাঁ- আসনের ধানের শীষের প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। নওগাঁ- আসনে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম বিকেল সাড়ে ৩টার দিকে আত্রাইয়ে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভোটে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।

সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দুই আসনের ভোটেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করে ইসি। তবে সার্বিক দিক বিবেচনায় নিয়ে ঢাকা- আসনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়। ভোটকে কেন্দ্র করে মধ্যরাত থেকে গণপরিবহনে সীমিত নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।