বিনোদন ১৯ অক্টোবর, ২০২০ ১১:১১

হিরো আলমকে দেখতে ভিড়, হলের ভেতর খালি

বিনোদন ডেস্ক   

হিরো আলম এক প্রেক্ষাগৃহ থেকে ছুটছেন অন্য প্রেক্ষাগৃহে। তাকে ঘিরে রয়েছে উৎসুক  জনতার ভিড় তবে প্রেক্ষাগৃহের বাইরে  ভেতরটা ফাঁকা। নেই কোনো দর্শক। হাতে গোনা কয়েকজন। বগুড়ার ডিশ ব্যবসায়ী ও বিনোদন অঙ্গনের আলোচিত চরিত্র হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘সাহসী হিরো আলম’ মুক্তির পর প্রেক্ষাগৃহের এমন দৃশ্যই চোখে পড়ে হলগুলোতে।

তবে এর আগে জানা গিয়েছে হিরো আলম খুশি তার সিনেমা নিয়ে। প্রথমদিন প্রেক্ষাগৃহ বেশ ভরপুর ছিল কারন, সে দিন শুক্রবার ছিল বলে ধারনা করা হয়। তবে এখন শুধু সিনেমা হলের বাহিরে তাকে দেখার ভিড়।

হিরো আলমের সিনেমা মুক্তির পর পর আলোচনা সমালোচনা  যেন থামছেই না। কেমন সিনেমা বা কি সিনেমা সে  নানা আলোচনা,সে কি  আধো কোণ হিরো কিনা সে প্রশ্ন থেকেই যায়।

প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি না থাকলেও বাইরে হিরো আলমকে ঘিরে ভিড় লক্ষ করা গেছে। উৎসুক জনতা তাঁর সঙ্গে সেলফি  তুলছেন সবাই। বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করতেন আলম।

সিডি যখন চলছিল না, তখন তিনি কেবল ব্যবসা শুরু করেন। কেবল সংযোগের ব্যবসার সুবাদে গানের ভিডিও তৈরি করতে শুরু করেন তিনি। ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। ইউটিউবে হিরো আলমের এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তাঁর ভিডিও নিয়ে কৌতুক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় তাঁর ভিডিও নিয়ে হয় ট্রল। এরপর তিনি শুরু করেন সিনেমা প্রযোজনা ও অভিনয়। গত নির্বাচনে নিজ এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন আলম।