খেলাধুলা ২০ অক্টোবর, ২০২০ ০৩:৪৬

আরেকটি হার দেখল ধোনির চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক

চলতি আইপিএলে আরেকটি হারের তিক্ত স্বাদ পেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। পয়েন্ট তালিকার নিচের দিকের দল রাজস্থান রয়্যালসের সঙ্গেও পারল না চেন্নাই। ধোনিদের হতাশা বাড়িয়ে টুর্নামেন্টে নিজেদের আশা বাঁচিয়ে রাখল স্টিভেন স্মিথের দল।

গতকাল সোমবার ৩৭তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে সাত উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ব্যাট হাতে ৭০ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন জস বাটলার।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এল রাজস্থান। অন্যদিকে পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে চেন্নাই। সবচেয়ে বেশি ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে দিল্লি ক্যাপিটালস।

এবারের আইপিএলে দুর্দশা যেন কাটছেই না চেন্নাইয়ের। আসরের শুরুটা জয়ে হলেও এরপর হতাশায় ভাসছে ধোনির দল। ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না ধোনি নিজেও। গতকাল আরেকবার স্পষ্ট হলো তাঁদের ব্যর্থতা।

এদিন আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে মাত্র ১২৫ রান সংগ্রহ করে চেন্নাই। দলের হয়ে এক জাদেজা ছাড়া কেউ ৩০ এর ঘর পার করতে পারেননি। ৩০ বলে সর্বাধিক ৩৫ রান করেন জাদেজা। বাকিদের মধ্যে ২৮ রান করেন ধোনি। স্যাম কারান করেন ২২ রান। আর কেউ ২০-এর ঘরও পার করতে পারেননি। রাজস্থানের বোলিংয়ের সামনে অল্পতেই গুটিয়ে যায় কিংসরা।

১২৬ রানের ছোট লক্ষ্য। জবাব দিতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ১৭. ওভারে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে বাটলার অধিনায়ক স্মিথের ৯৮ রানের দারুণ জুটিতে সহজেই ম্যাচ জিতে নেয় রয়্যালসরা।

৪৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় উপহার দেন বাটলার। স্মিথ করেন ২৬ রান। আর বেন স্টোকসের ব্যাট খেকে আসে ১৯ রান।