বিনোদন ২১ অক্টোবর, ২০২০ ০২:৩৪

আলোচিত ছবি ‘টেনেট’ ও ‘মুলান’ স্টার সিনেপ্লেক্সে 

বিনোদন ডেস্ক 

আবার সরব হয়ে উঠছে দর্শকদের প্রিয় স্টার সিনেপ্লেক্স। করোনাভাইরাস মহামারির কারণে প্রায় আট মাস বন্ধ ছিল হলগুলো। আগামী ২৩ অক্টোবর থেকে পুরোদমে চালু হতে হচ্ছে এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখা। একসঙ্গে হলিউডের দুটি আলোচিত ছবি মুক্তি দিচ্ছে তারা। একটি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’। অন্যটি ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’।

‘টেনেট’ সিনেমাটি অ্যাকশন-থ্রিলারধর্মী। এই ছবির গল্প এক সিআইএ এজেন্টকে ঘিরে। ‘টেনেট’ শব্দটিকে কেন্দ্র করেই ছবির মূল রহস্য। ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটির এ যাবৎ আয় দাঁড়িয়েছে প্রায় ৩৫০ মিলিয়ন ডলার। মহামারির কারণে ইউরোপ, কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ ৪১টি অঞ্চলে মুক্তি পেয়েছে ছবিটি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন।  

লাইভ অ্যাকশন ‘মুলান’ সিনেমাটি পরিচালনায় আছেন নিকি কারো। এটিও দর্শকদের সাড়া পাওয়া বেশ সফল একটি সিনেমা।

এই দুটি সিনেমা দিয়েই দর্শকদের হলমুখী করতে চায় স্টার সিনেপ্লেক্স। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসনসংখ্যার ৪০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। টিকেট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকেট নেওয়াকে উৎসাহিত করছে তারা।