সারাদেশ ২২ অক্টোবর, ২০২০ ০৬:৩৮

চার বাংলাদেশি জেলেকে বিএসএফের নির্যাতন

ডেস্ক রিপোর্ট

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্তে পদ্মায় মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চার জেলেকে ধরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে।

চার জেলেকে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর ওই জেলেদের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা যায়। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই জেলেরা হলেন রাজশাহীর পবা উপজেলার হরিপুর গহমাবোনা গ্রামের মৃত জকিমুদ্দিনের ছেলে আলম, আলমের ছেলে আনোয়ার, সাইদুর রহমানের ছেলে সিফাত ও একই উপজেলার কসবা গ্রামের জুললুর ছেলে সোনারুল।

রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতিত জেলেদের ছবিসহ বিএসএফের কাছে আজ বৃহস্পতিবার প্রতিবাদপত্র পাঠানো হচ্ছে।