বিনোদন ২২ অক্টোবর, ২০২০ ০৯:০৯

সত্যজিতের জন্মশতবার্ষিকীতে এক ফ্রেমে ফেলুদা-শঙ্কু 

বিনোদন ডেস্ক 

সত্যজিৎ রায়ের ১০০তম জন্মবর্ষ উদ্‌যাপনে ফেলুদা এবং প্রফেসর শঙ্কুকে ঘিরে আসছে নতুন চমক। করোনার ধাক্কা কাটিয়ে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে সিনেমার শুটিং। ফেলুদা এবং প্রফেসর শঙ্কুকে একটি ছবিতে নিয়ে আসছে প্রযোজনা সংস্থা এসভিএফ। 

পরিচালনার দায়িত্বে আছেন সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়। সন্দীপ রায় জানিয়েছেন, ছবির একটা হাফে ফেলুদা, অন্য হাফে থাকবে প্রফেসর শঙ্কু।

পরিচালক বলেন, শঙ্কু আর ফেলুদার মতো দুটো চরিত্রকে এক ছবিতে নিয়ে আসাটা বড় চ্যালেঞ্জ। তবে আশা করি, দর্শকের এই এক্সপেরিমেন্ট ভালো লাগবে। তবে ফেলুদার কাহিনীর ক্ষেত্রে কোনও কিছুই খোলসা করেননি সন্দীপ।

শঙ্কুর চরিত্রে প্রত্যাশামতো ধৃতিমান চট্টোপাধ্যায়কেই ভাবা হচ্ছে। তবে ফেলুদা কে হবেন, তা এখনই জানাতে চাইছেন না নির্মাতারা।

উল্লেখ্য, ২০১৪ সালে আবীর চট্টোপাধ্যায়কে নিয়ে ‘বাদশাহী আংটি’ এবং ২০১৬ সালে সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে ‘ডবল ফেলুদা’ করেছিলেন সন্দীপ। তবে দু’টি আলাদা প্রযোজনায়। সে কারণেই এ বার ফেলুদা কে, তা নিয়ে আগ্রহ একটু বেশি।