রাজনীতি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০১

আওয়ামী লীগের পতন হবে অক্টোবরেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবরেই ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ যে পথে চলছে তাতে তারা ধ্বংস হয়ে যাবে। অক্টোবরেই আওয়ামী লীগের পতন হবে। প্রতিটি সেক্টর তারা (আওয়ামী লীগ) ধ্বংস করে ফেলছে। এখন দেশে শান্তি নেই। সব জায়গায় অরাজকতা চলছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞা এসেছে এটা লজ্জার। বিচার ব্যবস্থার ওপর মানুষ আস্থা হারাচ্ছে।’


আমাদেরকাগজ/এইচএম