ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খনন ও জলাবদ্ধতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার তাড়াশ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়।
উপজেলার কৃষক সমাজের ব্যানারে ও শহিদুল ইসলাম শহিদের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপজেলার বিভিন্ন গ্রামে প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করে যত্রতত্র পুকুর খনন করার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে পানি নিষ্কাশন না হওয়ায় আবাদি জমির ধান কাটা যাচ্ছে না। এ ছাড়া ফসলী মাঠে মধ্য কোমর পানি থাকায় সরিষা আবাদ ও বোরো আবাদে অনশ্চিয়তা দেখা দিয়েছে। এজন্য প্রতিকার চেয়ে মানববন্ধন করছি।’
মানবন্ধনে বক্তব্য দেন বোয়ালিয়া গ্রামের শহিদুল ইসলাম শহিদ ওরফে গামছা শহিদ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, রাজশাহী বিভাগের শ্রমিক নেতা আব্দুল হামিদ, সরাপপুর গ্রামের সারোয়ার হোসেন মহুরী, বোয়ালিয়া গ্রামের যুবলীগ নেতা মীর বকুল আহমেদ প্রমুখ।