নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া, ভোরে র্যাব-১০ গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ‘বন্দুকযুদ্ধে’ মৃত ব্যক্তির শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।