সারাদেশ ২৭ অক্টোবর, ২০২২ ১১:০৯

মিরসরাইয়ে আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মিরসরাইয়ে ড্রেজার ডুবে নিখোঁজ হওয়া আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় শাহিন মোল্লাহ (৩৫), সাড়ে ৯টায় তারেক মোল্লাহ ( ২২) ও ১০টায় আবুল বশর হাওলাদার (৩৬) এর মরদেহ উদ্ধারের মধ্যদিয়ে উদ্ধার অভিযান সম্পন্ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি কবির হোসেন।

কবির হোসেন জানান, বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে আলম সরদার ও শাহীন মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ড্রেজার ডুবির ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাশার হাওলাদারের লাশ উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম আগ্রাবাদ সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা টানা ৩দিন নিরলস পরিশ্রম করে ঝুঁকি মাথায় নিয়ে শ্রমিকেদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এর আগে সোমবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির কারণে বালু উত্তোলনের ড্রেজারটি আট জন শ্রমিকসহ ডুবে যায়।


আমাদেরকাগজ/এইচএম