সারাদেশ ১১ জুন, ২০২৩ ১১:৫৮

৪ মণ হরিণের মাংসসহ ট্রলার জব্দ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় একটি উপজেলায় চার মণ হরিণের মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে নৌ-পুলিশ। এর আগে, শনিবার (১০ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বলেশ্বর নদীর কিনারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই উপজেলার বলেশ্বর নদী থেকে বস্তাবন্দি এই বিপুল পরিমান মাংস উদ্ধার করা হয়। রোববার (১১ জুন) চরদুয়ানি নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, শনিবার রাতে পাচারকারী সদস্যরা নৌ পুলিশের টহল উপস্থিতি টের পেয়ে ট্রলার ও পলিথিনে পেচানো বস্তাবন্দি মাংস রেখে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম সরদার বলেন, শনিবার রাতে বলেশ্বর নদীতে ৬৫ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান ডিউটি করার সময় একটি ট্রলার থেকে চার মণ হরিণের মাংস পলিথিনে মোড়ানো অবস্থায় জব্দ করা হয়েছে। 

এ সময় পাচারকারীরা নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদেরকাগজ/এমটি