সারাদেশ ১১ অক্টোবর, ২০১৯ ০৫:০৫

যাত্রাবাড়ী থেকে আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক।। 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের ডেপুটি পুলিশ কমিশনার ওবাইদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হল, মো.শাহীন, মো.সাইফুল, মো. হানিফুজ্জামান, মো.আল মামুন। 

বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম জানান, ১০ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করা হয়েছে। 
আটকের সময় তাদের হেফাজত হতে ০৩টি চাপাতিসহ বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ জব্দ করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে, তারা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা নাশকতার পরিকল্পনাসহ সংগঠনকে গোছানোর চেষ্টা করছিল। 

তিনি আরও বলেন, এরা মূলত শারীরিক ও জিহাদী প্রশিক্ষনের উদ্দেশ্যে বিভিন্ন জেলার সদস্যদের নিয়ে  প্রথমে সুন্দরবনের করমজল এলাকায় একটি ক্যাম্পে প্রশিক্ষণ নেয় এবং পরে বান্দারবনের আলীকদমের ১ মাসের একটি প্রশিক্ষণ নেন। যেখানে তাঁরা জিহাদের প্রস্তুতির লক্ষ্যে শারীরিক ও চাপাতি পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করেন এবং  এ সময় সংগঠনিক বিষয়েও তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। 

আর পাহাড়ি এলাকায় প্রশিক্ষণ শেষে তাঁরা সংগঠনের পরিকল্পনা ও টার্গেট বাস্তবায়নের উদ্দেশ্যে ঢাকায় এসে ছিলেন।