নিজস্ব প্রতিবেদক : রংপুর জেলার হাজিরহাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রংপুর পুলিশ। গতকাল শনিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর হাজিরহাট এলাকার মুছিরমোড় ছ্যাপরা বটেরতল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ জনকে আসামি করে মামলা করা হয়। পরে ভুক্তভোগী নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার, ৩ ডিসেম্বর দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত হলেন, হাজিরহাট থানাধীন হরিরামপুরের শহিদুল ইসলাম রানা (৩৩), উত্তম ডাক্তারপাড়া এলাকার জাহিদুল ইসলাম (৩২), রণচন্ডী মন্থনা এলাকার বুলু হোসেন (২৫), রণচন্ডি রায়পাড়া এলাকার আলমঙ্গীর হোসেন (৩১) ও উত্তম মধ্যপাড়া এলাকার ছামসুল ইসলাম (৩২)। তবে ২নং আসামি উত্তম মৌলভীপাড়া এলাকার হাফিজুল ইসলাম (২৮) পলাতক রয়েছে।
উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, হাজিরহাট থানাধীন মুছিরমোড় ছ্যাপরা বটেরতল এলাকায় ছাগল চুরির অভিযোগে এক নারী ও তার স্বামীকে তুলে নিয়ে গিয়ে আটক করে ওই এলাকার কয়েকজন যুবক। পরে রাত ১০টার দিকে একটি টিনের চালার খুটির সাথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ পর্যায়ক্রমে ধর্ষণ করেন তারা। পরে গভীর রাতে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।