আন্তর্জাতিক ১৪ নভেম্বর, ২০২০ ০৩:৩৪

জাপানে আবারও বাড়ছে করোনা সংক্রমণ

ইন্টারন্যাশনাল ডেস্ক

জাপানে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। জাপান সরকারের একটি বিশেষজ্ঞ কমিটি এই পরিস্থিতি মোকাবিলায় কিছু সুপারিশ করেছে। যেমন- আরও কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণ, সংক্রমিত এলাকাগুলিকে 'ক্লাস্টার' হিসেবে চিহ্নিত করে সংক্রমণ প্রতিরোধ করা। কমিটি সতর্ক করে আরও জানিয়েছে, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, করোনার কারণে অর্থনৈতিক মন্দাও প্রকট আকার ধারণ করছে জাপানে। জাপানের একটি বেসরকারি গবেষণা সংস্থার সমীক্ষা বলছে, চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত জাপানের বিভিন্ন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব পরিবার যেগুলিতে একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ক্ষতি হয়েছে অভিবাসী কর্মীদের। একক আয়ের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তার কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও নাগরিকদের একাংশ বলছে, সাহায্যের পরিমাণ পর্যাপ্ত নয়।

অন্য দিকে, অভিবাসী মানুষকে সহায়তা দেওয়া জাপানের একটি নাগরিক দল সতর্ক করে দিয়েছে, কেন্দ্রীয় ও স্থানীয় সরকার সহায়তার হাত বাড়িয়ে না দিলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। সামগ্রিক পরিস্থিতি আরও খারাপ হবে।