আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ভূমিকম্পে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হবে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) আজাজ শহরের শিশুটিকে উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে দৌঁড়ে যাচ্ছেন এক উদ্ধারকর্মী। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার ভোরে তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মারা গেছেন ১ হাজার ৫৪১ জন। আর সিরিয়ায় ৮১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দুই দেশে আহত হয়েছেন আরও প্রায় ১০ হাজার মানুষ।
আমাদেরকাগজ/এইচএম