বিনোদন ডেস্ক
‘বঙ্গবন্ধু’র চরিত্রে অভিনয়ের জন্য মুম্বাইয়ের প্রথম ফ্লাইটে ধরলেন তারকা দম্পতি শাহনাজ খুশি-বৃন্দাবন দাস পুত্র দিব্য জ্যোতি। আজ দুপুরে তিনি মুম্বাই পৌঁছেছেন তিনি। জানা গেছে দিব্য ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কিশোর বয়সের ভূমিকায় অভিনয় করবেন। একই চরিত্রে বড় বেলা অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ।
জানা গেছে, মুম্বাইয়ের প্রথম ফ্লাইটে আরও গেছেন সিনেমাটির ক্যামেরা টিম, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিল্পীদের মধ্যে থেকে একমাত্র দিব্যই আজকে গেলেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিনেমাটির লাইন প্রযোজক মোহাম্মদ হোসেন।
তিনি বলেন, আজকের প্রথম ফ্লাইটে শিল্পীদের মধ্যে শুধু দিব্য জ্যোতিই আছেন। এরপর ধারাবাহিকভাবে আরিফিন শুভ, গাজী রাকায়েত, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী ও নুসরাত ফারিয়াসহ সবাই যাবেন। আগামীকাল দ্বিতীয় ফ্লাইটে এদের বেশিরভাগজন যাবেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, আগামী ২৫ জানুয়ারি মুম্বাই থেকে শুরু হচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের কাজ। টানা আড়াই মাস চলবে সেটি। এরপর দ্বিতীয় লটের জন্য কিছু দিনের বিরতি থাকবে। তারপর বাংলাদেশে শুটিং হওয়ার কথা রয়েছে।
ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ও ভারতের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি হতে যাচ্ছে বিগ বাজেটের সবচেয়ে বড় কাজ। এটি পরিচালনা করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল।