বিনোদন ২১ নভেম্বর, ২০২২ ০১:৫৭

বুবলীকে জন্মদিনে নাকফুল উপহার দিলেন শাকিব

বিনোদন ডেস্ক: নানা ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে শাকিব-বুবলীর সম্পর্ক। একদিকে সুপারস্টার শাকিব বলেছে বুবলীকে বিয়ের কথা গোপন করতে বলেন নি। অন্যদিকে অপু বিশ্বাস রয়েছে তার মত করে ছেলে জয় কে নিয়ে। তবে এরমধ্যেই চলে আসলো শাকিবের বর্তমান স্ত্রী নায়িকা বুবলীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে স্ত্রী বুবলীকে দামি উপহার দিলেন শাকিব। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নায়িকা নিজেই জানালেনে এ কথা।

রবিবার (২০ নভেম্বর) ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর জন্মদিন। দিনটিতেও ছিলেন শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন, নেননি ছুটি। জন্মদিনের প্রথম প্রহরে মা, বাবা ও বোনদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বুবলী। তবে চমক উপহার পান ছেলে বীরের মুখে যখন ভাঙা ভাঙা গলায় বলতে শোনেন , ‘হ্যাপি বাড, হ্যাপি বাড...’। বীরের মুখে এ কথা শুনে খুব হেসেছেন মা বুবলী।

সবার কথা তো শোনা হলো। এবার প্রশ্নটা ছিল বীরের বাবা শাকিব জন্মদিনে কী উপহার দিয়েছে। তবে বুবলীর জানিয়েছে, ‘দেখুন, ও নিজের জন্মদিন নিয়েই তেমন একটা এক্সাইটেড থাকে না। ওভাবে সেলিব্রেটও করে না। জন্মদিন উপলক্ষে আমাকে একদিন আগেই উইশ করেছে। গত সপ্তাহে আমাকে সে উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম ডায়মন্ডের নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।’

আমাদের কাগজ//জেডআই