খেলাধুলা ৬ ডিসেম্বর, ২০২২ ১২:০৫

জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চ থেকে জাপানের স্বপ্নভঙ্গ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা হল না সূর্যোদয়ের দেশের।

ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল জাপান। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকায় অতিরিক্ত সময়ে গড়াল ম্যাচ। সেখানেও গোল হল না।

অবশেষে টাইব্রেকারে জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। বিশ্বকাপে আশা জাগিয়েও ছিটকে এশিয়ার জায়েন্ট।

আমাদেরকাগজ/এইচএম