খেলাধুলা ২৬ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৯

বাবর আজমের জোড়া রেকর্ড

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার কীর্তি এখন বাবর আজমের। ব্যাট হাতে বছরটা দুর্দান্ত কাটছে তার। একের পর এক রেকর্ড গড়ে চলা পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান এবার নাম লেখালেন অর্জনের আরও দুটি পাতায়।

পাকিস্তানের হয়ে সব সংস্করণ মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন বাবর। সব দল মিলিয়ে এক বছরে সবচেয়ে বেশি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার কীর্তিটিও এখন তার।

করাচিতে সোমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনই রেকর্ড দুটি গড়েন বাবর। পাকিস্তানের হয়ে এতদিন এক বছরে সবচেয়ে বেশি রান ছিল মোহাম্মদ ইউসুফের। ২০০৬ সালে ৩৯ ইনিংসে ২ হাজার ৪৩৫ রান করেছিলেন দেশটির এই ব্যাটিং গ্রেট। ৯ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে ছিল ৮ ফিফটি।

৫১তম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইউসুফকে টপকাতে স্রেফ ১৩ রান প্রয়োজন ছিল বাবরের। কিউই বোলারদের শাসন করে এদিন দারুণ এক সেঞ্চুরি উপহার দেন পাকিস্তান অধিনায়ক। চলতি বছর ৮টি শতকের সঙ্গে ১৭টি ফিফটিতে তার রান ২ হাজার ৫৪৫।

সব দল মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড রিকি পন্টিংয়ের। ২০০৫ সালে ৯ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে করেছিলেন তিনি ২ হাজার ৮৩৩ রান।

চলতি বছর এ নিয়ে ২৫টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলে ফেললেন বাবর। এক বছরে যা কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৪ সালে রেকর্ডটি গড়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট। ২০০৫ সালে ২৪টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে এই তালিকায় দুইয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি পন্টিং।

২০২২ সালে টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান বাবরের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার রান ১ হাজার ১৩১। ২০২২ সালে এই সংস্করণে হাজার রান করা চার ব্যাটসম্যানের একজন তিনি।

চলতি বছর ওয়ানডেতেও দারুণ ধারাবাহিক ছিলেন বাবর। ৯ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে রান করেন ৬৭৯। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৬ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেন তিনি ৭৩৫ রান।

আমাদেরকাগজ/ এইচকে