খেলাধুলা ৭ জানুয়ারি, ২০২৩ ১২:৫৫

বিপিএলের দ্বিতীয় দিনই মুখোমুখি সাকিব-মাশরাফি

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।  কেটে গেছে ১১ বছর। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের শক্ত কোনো অবস্থান তৈরি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নানা অনিয়ম আর সমালোচনার পরও সময় থেমে নেই। যথা নিয়মে শুক্রবার শুরু হয়ে গেছে এবারের বিপিএল। প্রথম দিনের দুটি ম্যাচই বিপিএল জমিয়ে তোলার ইঙ্গিত দিলো। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে শুরু করেছে মাশরাফির সিলেট। দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে দিয়েছে নুরুর হাসান সোহানের রংপুর রাইডার্স।

দ্বিতীয় দিন বিপিএল আরও বড় এক চমক নিয়ে হাজির হচ্ছে। আজই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই সেরা ক্রিকেট ব্যক্তিত্ব এবং সেরা ক্রিকেটার। মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান।

আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ডমিনেটরস এবং খুলনা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। ফরচুনের অধিনায়ক সাকিব আল হাসান এবং সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রসঙ্গত,এখন পর্যন্ত আটটি আসর অনুষ্ঠিত হয়েছে। এবার বসছে নভম আসর।

আমাদের কাগজ/এম টি