খেলাধুলা ৩১ জানুয়ারি, ২০২৩ ১০:৫১

ইতিহাসের প্রথম ‘অনলাইন’ কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তান

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

খেলাধুলা ডেস্কঃ এতদিন অনলাইনে কেনাবেচা ও পড়াশুনার কথা শুনলেও এবার প্রথম বারেরমত বিশ্ববাসীকে অনলাইন ক্রিকেটে পরিচিতি এনে দেবে পাকিস্তান। যার পুরো ধারাবাহিকতা হবে অনলাইনের মাধ্যমে। নিয়োগ দেবে ‘অনলাইন’ কোচ। জানা যায়,ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন কোচ খুঁজছে পাকিস্তান। কিন্তু বেশ কয়েকজন পছন্দের তালিকায় থাকলেও এখন পর্যন্ত কাউকে নিয়োগ দিতে পারেনি। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলের অনলাইন কোচ হিসেবে ফিরতে পারেন মিকি আর্থার। 

কিন্তু আর্থার বর্তমানে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে পূর্ণকালিন কোচ হিসেবে কাজ লিপ্ত ইতিমধ্যেই। সেই কারণে তিনি ২০২৩ বিশ্বকাপের আগে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে পারবেন না বলে জানা গেছে। জানা গেছে, শত ব্যস্ততার মাঝেও পাকিস্তান তাকে চাচ্ছে। সশরীরে না পারলেও আর্থার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করবেন অনলাইনে। আর এর মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসে প্রথম অনলাইন কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান।  

আরও জানা যায়, কিছুদিন আগেই এক সাংবাদিক সম্মেলনে পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন যে, আর্থারকে পাকিস্তানের কোচ হিসেবে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তার পরেই মিকির অনলাইনে কোচের দায়িত্ব পালনের বিষয়টি সামনে আসে।

আর্থার প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমি নিজে মিকির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি এবং আলোচনা ৯০ শতাংশ এগিয়ে গিয়েছে। অনেকগুলো বিষয়ে নজর দিতে হচ্ছে। আশা করি তাড়াতাড়িই ভালো খবর শোনাতে পারব। যদি মিকি আসে ও নিজের (সাপোর্ট স্টাফের) টিম গড়ে নেবে। আমাদের শুধু দেখতে হবে তাদের পারিশ্রমিক কতটা দিতে হবে। আগামী ২-৩ দিনেই বিষয়টার সমাধান হয়ে যাবে।

আমাদের কাগজ/এমটি