খেলাধুলা ২ জুলাই, ২০২৩ ০৫:১২

সাবেক সতীর্থের অবসরে মেসির শুভেচ্ছাবার্তা!

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ বিশ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ তারকা ফুটবলার সেস ফ্যাব্রিগাস। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে তিনি নাম লেখাতে যাচ্ছেন কোচিং জীবনে। অবসর নেওয়ার পর সতীর্থদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন ফ্যাব্রিগাস। পিছিয়ে নেই এই স্প্যানিয়ার্ডের সাবেক সতীর্থ লিওনেল মেসিও। নিজের ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে তিনি শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ফ্যাব্রিগাসকে।

মেসি লিখেন, ‘তুমি ইতোমধ্যেই আমার সব ভালো কথা জানো তোমার ও পরিবারের ব্যাপারে। আমরা একসঙ্গে সময় কাটানো চালিয়ে যাব। আমরা তোমাকে অনেক ভালোবাসি। তোমার নতুন পথের জন্য শুভকামনা জানাই বন্ধু!’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজের অবসরের ঘোষণা দেন সেস।

বিবৃতিতে ফ্যাব্রিগাস বলেন, ‘এটা খুব কষ্টের ব্যাপার যে আমার বুটজোড়া তুলে রাখার সময় চলে এসেছে। বার্সায় আমার প্রথম দিন, আর্সেনাল, আবার বার্সায় ফেরা, চেলসি, মোনাকো তারপর কোমো; আমি সবকিছুই নিজের ভাণ্ডারে রাখবো। বিশ্বকাপ উঁচিয়ে ধরা, ইউরো, ইংল্যান্ড ও স্পেনে এবং ইউরোপের প্রায় সব ট্রফি জেতা; এটা এমন এক যাত্রা যা কখনো ভুলবো না।’

তিনি আরও বলেন, ‘এই পথে তৈরি করা বন্ধু ও স্মৃতিদের জন্য যাত্রাটা ইতোমধ্যেই অনেক মূলব্যান হয়ে গেছে। আমি এর মধ্যে তিনটি ভাষা শিখেছি, আরও সহানুভূতিশীল ও বুদ্ধিমান হয়েছি। এখানে শুধু কষ্টের ব্যাপারই নেই, আমি কোচিং শুরু করতে যাচ্ছি কোমোর বি টিমের। ২০ বছরের যাত্রা শেষে আপনাদের ধন্যবাদ জানানোর পালা চলে এসেছে।

আমাদেরকাগজ / এইচকে