খেলাধুলা ৬ জুলাই, ২০২৩ ০৫:১৫

‘তামিমের অবসরের ঘোষণা অপ্রত্যাশিত’

স্পোর্টস ডেস্ক: গুঞ্জনটাকে সত্যি করলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এই দেশসেরা ওপেনার। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনারের চোট নিয়ে বিতর্ক শুরু হয়। এরপরই অবসরের ঘোষণা দিলেন।

বিশ্বকাপের ঠিক তিনমাস আগে তামিমের এমন অবসরের ঘোষণায় বিস্মিত হয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। 

তিনি জানান, ‘তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত। অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।‘

তামিমের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণাকে প্রি-ম্যাচিউর সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে জালাল ইউনুস আরও বলেন, ‘তামিম ইচ্ছে করলে আরও দুই বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতো।’

তাকে কি সিদ্ধান্ত বদলের কোনো অনুরোধ জানানো হবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সিনিয়র পরিচালক জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’


আমাদেরকাগজ/এইচএম