অর্থ ও বাণিজ্য ২ জুন, ২০২৩ ০৩:৫৫

কিছুটা কমেছে সবজির দাম, ঝাঁজ বেড়েছে আদা ও পেঁয়াজে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজির সামান্য কমেছে, পেঁয়াজ ও আদাতে নেই সুখবর। সরবরাহ কমে যাওয়ায় সবজির বাড়তি দাম ছিল বলে দাবি থাকলেও বিক্রেতারা বলছে কমেনি আদার দাম। 

আজ শুক্রবার কারওয়ান বাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজিতে ভরা কাঁচাবাজার। তবুও বিক্রেতাদের কথা, পাইকারিতে সরবরাহ কম, তাই প্রকারভেদে প্রতিটি সবজিই বিক্রি করতে হচ্ছে প্রতিকেজি ৬০-৮৫ টাকায়। 

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বরবটি প্রতি কেজি ৬০ টাকায়, ঢেঁড়স প্রতি কেজি ৫০ টাকা,  বেগুন ৬০ টাকা, টমেটো ৮০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, মুলা ৬০ টাকা , শসা ৬০ টাকা, কাঁকড়ল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাক, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা এবং জালি কুমড়া প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
 
আদার ব্যাপারীরা জানান, সরবরাহ কম তাই আদার দাম বাড়তি। অনেকে আবার আন্তর্জাতিক বাজারের ঘাড়ে দোষ চাপাতে দেখা যায়।   

বিক্রেতারা বলছেন, আবার কমে আসবে আদার দাম তবে কিছু দিন সময় লাগবে।  
 

এক বিক্রেতা বলেন, পাইকারি বাজারেও বাড়তি দামে আদা  কিনতে হচ্ছে। ট্রান্সপোর্ট খরচ, শ্রমিক খরচ, দোকান খরচ সব মিলিয়ে আমাদেরও খরচ বেড়ে যাচ্ছে। তাই পাইকারি ও খুচরা বাজারে পড়েছে প্রভাব পড়ছে। 
 
এদিকে চাল, ডাল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম আগের মতো থাকলেও মুদি বাজারে অস্বস্তি লেগে আছে আদা ও পেঁয়াজের অস্বাভাবিক দামে। বাজার শূন্য চায়না আদা। থাই আদা মিলছে ৩২০ টাকায়। আর ৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৮০-৯০ টাকায়।
 
এ ছাড়া মাছ ও মাংসের দাম রয়েছে আগের মতোই। বেড়েছে পেঁয়াজের দাম। 

তবে বিক্রেতারাই বলছেন, পণ্যের দাম অত্যধিক বেড়ে যাওয়ায় বেচাকেনা কমেছে।

আমাদেরকাগজ/এমটি