লাইফ স্টাইল ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫৯

আজ সিঙ্গেল সুখী দিবস

লাইফ স্টাইল ডেস্ক : ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভালোবাসার সপ্তাহ শুরু হয় । রোজ ডে, প্রোপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডের ধারবাহিকতায় আজ ‘প্রমিস ডে’। দিনটিতে যুগলদের পাশাপাশি সিঙ্গেলরাও কিন্তু পালন করছেন। আজ ১১ ফেব্রুয়ারি ‘সিঙ্গেলেই সুখী দিবস’ (স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে)। টমাস ও রুথ রয় নামের দুজনের উদ্যোগে দিনটির প্রচলন হয়। কবে থেকে এই দিবস পালিত হচ্ছে সেটি জানা যায়নি।

১৯৯০ সাল থেকে এ দিবসটি পালন করা হয়। দিবসটির যাত্রা শুরু চীনের নানজিং বিশ্ববিদ্যালয় থেকে। সেই সময় থেকেই এগারো-এগারো অর্থাৎ ইলেভেন-ইলেভেন তারিখটি ‘সিঙ্গেলস ডে’ হিসেবে পালিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়টির মিংকাওউঝু ছাত্রাবাসের চার বন্ধু আলোচনা করেন, তারা কীভাবে সিঙ্গেল থাকার একঘেয়েমি দূর করতে পারেন। এরপর তারা একটি অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেন। আর দিনটি হলো ১১ নভেম্বর। এদিন সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনেক তরুণ-তরুণী যোগ দেন।

‘সিঙ্গেলস ডে’-তে রীতি অনুযায়ী চিনের সিঙ্গেল তরুণ-তরুণীরা নিজেরাই নিজেদের জন্য উপহার কেনেন। তবে দিবসটি এখন চিনে সীমাবদ্ধ নেই, বিশ্বজুড়েই পালিত হচ্ছে। সিঙ্গেলরা চাইলে আজ সুখেই কাটাতে পারবেন নিজের মতো। দিবসটিকে নিজের মতো করে উদযাপন করতে পারেন।

আমাদেরকাগজ/ এইচকে