শিক্ষা ১০ অক্টোবর, ২০২৩ ০৭:০৬

তিতুমীর কলেজ ছাত্র অধিকারের নতুন সভাপতি আফতাব, সেক্রেটারি হাবিব

 সভাপতি, সাধারণ সম্পাদক

সভাপতি, সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নতুন কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র আফতাব মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ইসলামের  ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এইচ আর হাবিব।

সোমবার (৯ অক্টোবর ) রাতে কেন্দ্রীয় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩৩ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সরকারি তিতুমীর কলেজ শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হলো। এছাড়াও আগামী এক মাসের মধ্যে শাখাটির পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার নির্দেশ করা হয়েছে।


আমাদেরকাগজ/এইচএম