আইন ও আদালত ১৯ নভেম্বর, ২০১৯ ০৬:৪৭

৩৪ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

ডেস্ক রিপোর্ট।। 

উচ্চ আদালতের নির্দেশনার পর বাজার থেকে প্রায় ৩৪ কোটি টাকার মেয়াদ উত্তীর্ন ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটি উঠে এসেছে হাইকোর্টে জমা দেয়া ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিবেদনে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে হাইকোর্ট জানায়,  একটি প্রতিষ্ঠানে একবারের বেশী ভেজাল ওষুধ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা উচিত। এ  বিষয়ে পরবর্তী শুনানি ১২ই ডিসেম্বর ধার্য করা হয়েছে।

এর আগে ওষুধ প্রশাসনকে বাজারে থাকা ভেজাল ওষুধের বিষয়ে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশে পরিচালিত অভিযানের প্রতিবেদন মঙ্গলবার হাইকোর্টে দাখিল করে ওষুধ প্রশাসন।