সড়ক দুর্ঘটনা ২৬ অক্টোবর, ২০২০ ০৫:৩৩

গুলশানে পিকআপ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান নতুন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয়ের (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার ডিউটি অফিসার (পিএসআই) সোহানা সিদ্দিকী বলেন, নতুন বাজার এলাকায় একটি চলন্ত পিকআপ ভ্যান থেকে পড়ে যান নিহত ওই ব্যক্তি। পরে আবার সেই পিকআপের চাপায় গুরুতর আহত হন।

খবর পেয়ে গুলশান থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া আমাদের কাগজকে বলেন,সকাল আটটার দিকে আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।

তিনি আরও বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।