রাজনীতি ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৪

বিএনপির আজকের সমাবেশ হচ্ছে না

নিউজ ডেস্ক
রোববারের সমাবেশ কর্মসূচি পিছিয়ে দিয়েছে বিএনপি। এই সমাবেশ আগামী মঙ্গলবার বিকেল তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাত পৌনে ৯টায় জরুরি সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ঢাকার সমাবেশ পেছানো হলেও কেন্দ্রঘোষিত সারা দেশের অন্যান্য বিভাগীয় শহরে আগামীকালের শোভাযাত্রা কর্মসূচি বহাল আছে। মহানগর কমিটিগুলো যার যার সুবিধামতো সময়ে শোভাযাত্রা করবে।

বিএনপির সূত্র জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ পেছানো হয়েছে। 

এদিকে রোববার বেলা সাড়ে ১১টায় গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন।