আইন ও আদালত ১ নভেম্বর, ২০২০ ০৮:৪৯

কিশোরগঞ্জে ৩ খুন: মা-বোনসহ ৩ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শিশুসন্তানসহ বাবা মা হত্যা মামলায় দুই নারীসহ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুন নূর পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন

আসামিরা হলেন- মা কেওয়া বেগম, বোন নাজমা আক্তার ভাগ্নে আল আমিন

এর আগে গতকাল শনিবার মামলার প্রধান আসামি দ্বীন ইসলামসহ গ্রেফতার চারজনকে কটিয়াদী মডেল থানা পুলিশ ওই কোর্টে সোপর্দ করলে দ্বীন ইসলাম দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন

গত বুধবার রাতে সংঘটিত কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট কান্দাপাড়া গ্রামের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধারের সময় তাদের আটক করে পুলিশ পরে মামলা রুজুর পর তাদের গ্রেফতার দেখানো হয়

পুলিশ জানায়, গত বুধবার রাত থেকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট কান্দাপাড়া গ্রামের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪২) শিশুপুত্র লিয়ন ()

ওই রাতেই তাদের মেঝ ছেলে মোফাজ্জল ঘটনা কটিয়াদী মডেল থানা পুলিশকে জানায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই বাঁশঝাড়ে নতুন মাটি দেখে সন্দেহ হয় ঢাকা থেকে বাড়ি ফেরা বড় ছেলে তোফাজ্জলের

পরে খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে সময় একই গর্ত থেকে নিখোঁজ ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়