বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১০ নভেম্বর, ২০২০ ০২:১৮

বিক্রি হয়ে যাচ্ছে অনর

টেক ডেস্ক

স্মার্টফোনের ব্র্যান্ড ‘অনর’কে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ১ হাজার ৫২০ কোটি মার্কিন ডলারে এই ইউনিট কিনছে হ্যান্ডসেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিজিটাল চায়নার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার স্থান হারিয়েছে হুয়াওয়ে। বর্তমানে তারা কেবল হাইএন্ডের স্মার্টফোন ও করপোরেট ব্যবসার দিকে বেশি ঝুকছে তারা।

পুরোপুরি নগদ অর্থেই অনর বিক্রি হচ্ছে। চুক্তির আওতায় বিক্রি হবে অনর ব্র্যান্ড, গবেষণা ও উন্নয়ন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনাসহ সবকিছুই। শিগগির হুয়াওয়ের তরফ থেকে এর ঘোষণাও আসতে পারে।

ডিজিটাল চায়না হুয়াওয়ের ক্লাউড কম্পিউটিং ব্যবসারও অংশীদার। বিক্রি হয়ে গেলেও অনর তার প্রায় ৭ হাজার কর্মীদের ধরে রাখবে। তিন বছরের মধ্যে এটি শেয়ারবাজারে নেওয়ার পরিকল্পনাও রয়েছে ডিজিটাল চায়নার।

২০১৩ সালে অনর ব্র্যান্ড প্রতিষ্ঠা করে হুয়াওয়ে। কিন্তু এ ব্যবসা অনেকটাই স্বাধীনভাবে পরিচালিত হয়। অনর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে স্মার্টফোন বিক্রি করে আসতো। বাজারে শাওমি, অপো ও ভিভোর সঙ্গে প্রতিযোগিতা রয়েছে অনরের।

 

সূত্রঃ রয়টার্স