বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৯ নভেম্বর, ২০২০ ০৯:১১

বিক্রি হবে ফেসবুক.কম.বিডির ডোমেইন!

টেক ডেস্ক

ছয় মিলিয়ন ইউএস ডলারে ফেসবুক.কম.বিডি নামে একটি ডোমেইন বিক্রির বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। তাই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০ লাখ ইউএস ডলাররের মামলা করার জন্য বাংলাদেশে আইনজীবী নিয়োগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার মোকছেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে বরাদ্দ পাওয়া ফেসবুক.কম.বিডি নামে ওই ঠিকানায় বিজ্ঞাপনটির দেখা মেলে। সেখানে ‘ফর সেল’ শিরোনামে বলা হয়,“ www.facebook.com.bd” this domain is for sale.Direct sell contact:a1softwareltd@gmail.com. a fixed "Buy it Now" price has been set of $US 6000000(Six Millions United States Dollars Only).This is subject to change at any time.

ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, বিটিসিএল থেকে এ ওয়ান সফটওয়্যার লিমিটেড নামে কোম্পানিটি ‘ফেসবুক.কম.বিডি’ নামে একটি ডোমেইন রেজিস্ট্রি করেছে। বিষয়টি আমাদের নজরে আসার পর এটি বন্ধ করার জন্য ওই কোম্পানি এবং বিটিসিএলকে নোটিশ দেই। কিন্তু তারা ডোমেইনটি বন্ধ করেনি। বরং ডোমেইনটি বিক্রির বিজ্ঞাপন দিয়ে ছয় মিলিয়ন ইউএস ডলার দাম নির্ধারণ করেছে। এজন্য আদালতে মামলা করতে ফেসবুক কর্তৃপক্ষ আমাকে বলেছেন। মামলায় ডোমেইনটির উপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি ৫০ হাজার ইউএস ডলার ক্ষতিপূরণ চাওয়া হবে।

তিনি বলেন, আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী রোববার নাগাদ মামলা করা হতে পারে।