আইন ও আদালত ২৮ আগস্ট, ২০১৯ ০৯:২৫

কুমিল্লা হতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর দক্ষিণখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা- উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিম। 

গ্রেফতারকৃতের নাম- মো.আতিকুর রহমান (২৬)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর পূর্বে আতিকুর রহমানের সাথে গোলাপী বেগমের বিয়ে হয়। বিয়ের পর হতে আতিকুরের সাথে গোলাপীর বনিবনা হচ্ছিল না। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে গত ৪ মাস পূর্বে গোলাপী তার মায়ের কাছে ঢাকার দক্ষিণখানে চলে আসে। কিছুদিন পর আতিকুর তার স্ত্রী গোলাপীর সাথে যোগাযোগ করে তাকে বুঝিয়ে কুমিল্লা হতে ঢাকায় চলে আসে।আতিকুর বলে গোলাপীকে আর কোন দিন নির্যাতন করবে না এবং এখন থেকে সে ঢাকায় থাকবে।

গোলাপী একটি চুলের ফ্যাক্টরিতে চাকরি করত এবং আতিকুর রিক্সা চালাতে শুরু করে।গত ৩০ জুলাই’১৯ রাত ১১ টায় গোলাপীর মা খাওয়া দাওয়া শেষে তার বাসায় চলে যায়। আতিকুর এবং গোলাপী উভয়েই শুয়ে পড়ে। পরের দিন ১ জুলাই’১৯ ভোর ৫ টায় প্রতিদিনের ন্যায় গোলাপীর মা রান্না করার জন্য তার মেয়ের বাসায় যায়। সেখানে গিয়ে দেখে মেয়ের রুমের দরজা তালা লাগানো সাথে চাবি। গোলাপীর মা রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পায় তার মেয়ে বিছানায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে আছে। মেয়ের জামাই আতিকুরকে রুমে দেখতে না পেয়ে মেয়েকে ডাকাডাকি করে, কোন সাড়া শব্দ না পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। সংবাদ পেয়ে দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ সংক্রান্তে গত ১ জুলাই’১৯ দক্ষিণখান থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলাটি ডিবিতে স্থানান্তরিত হলে তদন্ত শুরু করে গোয়েন্দা-উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

মামলাটি তদন্তকালে গত ২৭ আগস্ট’১৯ রাত ৯.৩০টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সুয়াগাজী এলাকায় অভিযান চালিয়ে আতিকুর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।