বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৮ ডিসেম্বর, ২০২০ ০৮:৪৮

বাজারে আসছে মটো জি৯ প্লাস

টেক ডেস্ক

দেশের চাহিদার কথা মাথায় রেখে ‘জি’ সিরিজের স্মার্টফোন ‘মটো জি৯ প্লাস’ বাজারে আনার ঘোষণা দিয়েছে মটোরোলা। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফ্ল্যাগশিপ ১২.১২ সেল উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর রাত ১২টার পর থেকে ফোনটি পাওয়া যাবে ২৭ হাজার ৯৯৯ টাকায়।

পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ও অন্যান্য ফিচারের দিক থেকে এই মডেলের ফোনটি বেশ শক্তিশালী বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘দেশের বাজারে মটোরোলার অত্যাধুনিক প্রযুক্তির ও বিশ্ববাজারে সফল পণ্যগুলো আনার পরিকল্পনার অংশ হিসেবে ‘মটো জি৯ প্লাস’ ফোনটি আনা হচ্ছে। এই মডেলের স্মার্টফোনটি বিশ্ববাজারে অত্যন্ত সফল।’

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটিতে ৩০ ওয়াটের টার্বো চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, যা টানা দুই দিন পাওয়ার ব্যাকআপ দেবে। এতে ৬.৮ ইঞ্চির এইচডিআর ১০ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। আছে মাইক্রো এসডি কার্ড স্লট।

আরও তথ্য জানতে যোগদিন মটোরোলার ফেসবুক পেজে: https://www.facebook.com/HelloMotoBangladesh এবং মটোরোলার ইন্সটাগ্রাম পেজে: https://www.instagram.com/motorolabangladesh/