শিক্ষা ৮ ডিসেম্বর, ২০২০ ০৯:৫৯

বিসিএসে আবেদনের বয়সসীমা বৃদ্ধিসহ ৪ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ৪২ ও ৪৩তম বিসিএস এর নতুন সার্কুলার প্রকাশসহ আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ’ নামে একটি সংগঠন

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি সংগঠনটি বেশ কিছুদিন যাবত চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর উন্নতি করার দাবিতে আন্দোলন করে আসছে

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী তিনি বলেন, এই করোনাকালীন সময়ে অনেকের চাকরিতে আবেদনের বয়সসীমা ১ বছর নষ্ট হয়ে গেছে এবং অনেকের আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে যা মেধাবীদের জন্য অত্যন্ত দুঃখজনক এর মধ্যে হঠাৎ করে বয়সসীমা না বাড়িয়েই পিএসসি ৪২ এবং ৪৩তম বিসিএস পরীক্ষার সার্কুলার দিয়েছে, যা ২৮ লাখ শিক্ষার্থীদের জন্য মোটেই কাম্য ছিল না

তিনি বলেন, সেশন জটসহ আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে যারা উচ্চশিক্ষা গ্রহণে করতে প্রায় ৩০ বছর বয়স পার করে ফেলেন সেই সকল মেধাবী শিক্ষার্থীকে রাষ্ট্রের উন্নতির প্রয়োজনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা একটি যৌক্তিক দাবি বাংলাদেশ গড় আয়ু বৃদ্ধির সাথে চাকরিতে আবেদনের বয়সসীমা বেড়েছে, সেই হিসাবেই ৪০ হওয়া কথা আর আমরা চেয়েছি মাত্র ৩৫ বিশ্বের উন্নত উন্নয়নশীল ১৬২ দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এবং এর ঊর্ধ্বে সেইখানে বাংলাদেশে কেন ৩৫ হবে না? এসব বিষয় বিবেচনা করে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে আসন্ন বিসিএসের নতুন সার্কুলার প্রকাশের দাবি জানান তিনি

এছাড়াও সংবাদ সম্মেলনে আরও চার দফা জানানো হয় দাবিগুলো হল, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ করা, অযৌক্তিক আবেদন ফি কমিয়ে ৫০-১০০ টাকার মধ্যে নির্ধারণ করা, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া এবং ৩ থেকে ৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রভৃতি

আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন যাবত অহিংস আন্দোলন করে আসছেন উল্লেখ করে সংগঠনের আরেক সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন বলেন, এটি যৌক্তিক দাবি বলে প্রধানমন্ত্রীর কাছে বার বার আদায় করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কেন যেন মনে হচ্ছে যে এতো যৌক্তিক দাবি, যেটি মন্ত্রণালয়ের সুপারিশ পায়, অধিকাংশ লোক এটি সর্মথন করেন তারপরেও এটি আদায় হচ্ছে না, তার মানে কি সহিংস আন্দোলন জরুরি? যতক্ষণ না পর্যন্ত সহিংসতার রূপ ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত কি এটা আদায় হবে না?