খেলাধুলা ১৩ ডিসেম্বর, ২০২০ ০২:৫২

কাল শুরু প্লে-অফ

স্পোর্টস ডেস্ক

শেষ হয়েছে গ্রুপ পর্ব কাল সোমবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টির প্লে-অফ পর্ব শিরোপা লড়াই শুরুর অপেক্ষায় চারটি দল

কাল সোমবার বেলা সাড়ে ১২ টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোয়ালিফায়ার ম্যাচে লড়বে জেমকন খুলনা গাজী গ্রুপ চট্টগ্রাম আর এলিমেনেটর ম্যাচে সন্ধ্যা সাড়ে টায় লড়বে বেক্সিমকো ঢাকা ফরচুন বরিশাল এলিমেনেটর ম্যাচের জয়ী দল ফাইনালে যাওয়ার জন্য আরও একটি সুযোগ পাবে এলিমেনেটর ম্যাচের জয়ী দল ফাইনালে যাওয়ার জন্য আরও একটি সুযোগ পাবে তারা মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়ার দলের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে মাঠে

চার দলের মধ্যে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম এই দলটির বিপক্ষে কোনও দলই প্রভাব বিস্তার করে খেলতে পারেনি ৮টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে মোহাম্মদ মিঠুনের দল ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই চমক জাগানিয়া পারফরম্যান্স তাদের সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা

খুলনা ম্যাচে পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও পারফরম্যান্সের বিচারে চট্টগ্রামের চেয়ে অনেক পিছিয়ে দুই দলের সামনেই রয়েছে ফাইনালে যাওয়ার সুযোগ জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে যে দল হারবে সে দলের সামনেও দ্বিতীয়বার সুযোগ থাকবে একদিকে লিটন-সৌম্য-মোস্তাফিজরা অন্যদিকে মাহমুদউল্লাহ-সাকিব লড়াইটা বেশ উপভোগ্য হবে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা

গ্রুপ পর্বের দুই ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে হেরেছে জেমকন খুলনা তবে প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হয়ে বদলা নিতে উন্মুখ মাহমুদউল্লাহর দল রবিবার ইমরুল কায়েস সেটিই জানিয়ে গেলেন, ‘মানসিকভাবে আমরা খুব ভালো অবস্থানে আছি হ্যাঁ, চট্টগ্রাম আমাদের দুইবার হারিয়েছে অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে কিন্তু আমাদের যে ভুলগুলো হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমার মনে হয় ওই জায়গাগুলোতে যদি আমরা ভুল না করি, ইনশাআল্লাহ আমরা আবার ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো এবং ওদের হারাতে পারবো

এদিকে সাকিবের অফ-ফর্ম চিন্তার কারণ হয়ে আছে খুলনা শিবিরে বোলিংয়ে মোটামুটি ভালো করলেও ব্যাটিংয়ে ব্যর্থ ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার শেষ দুই ম্যাচে খুলনা শিবিরে যুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা দেশের সেরা অধিনায়ককে ভিড়িয়েও জয়ের মুখ দেখতে পারেনি খুলনা কোয়ালিফায়ারে ভালো করতে হলে সাকিব-মাশরাফি-মাহমুদউল্লাহর ভালো খেলার বিকল্প নেই

দিনের দ্বিতীয় ম্যাচটি হবে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের তৃতীয় দল বেক্সিমকো ঢাকা চতুর্থ দল ফরচুন বরিশাল খুলনা-চট্টগ্রামের মতো ঢাকা-বরিশালের লড়াইও জমজমাট হবে আশা করা যাচ্ছে শুরুর দিকে বরিশালের তরুণ খেলোয়াড়রা ব্যর্থ হলেও শেষ দিকে এসে রানের দেখা পাচ্ছেন ঢাকার অবস্থাও ঠিক বরিশালের মতো টানা তিন ম্যাচ হারের পর টানা চারটি ম্যাচ জিতেছে ঢাকা শনিবার তরুণদের ব্যাটেই জয়ের সম্ভাবনা তৈরি করেছিল মুশফিকের দল ঢাকার জয় খুলনার সমান হলেও নেট রানরেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে

অন্যদিকে বরিশাল ম্যাচের মধ্যে জিতেছে ৩টিতে শেষ চারে ওঠা দলগুলোর মধ্যে তাদের জয়ই সবচেয়ে কম এলিমেনেটর রাউন্ডে যে দল হেরে যাবে, তারা ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে তবে জয়ী দলের জন্য আরেকটি সুযোগ তৈরি হবে তারা প্রথম কোয়ালিফায়ারে হারা দলের সঙ্গে নামবে ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার বেলা ৪টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি মাঠে গড়াবে