আইন ও আদালত ১৮ ডিসেম্বর, ২০২০ ০৭:৩৭

সেই গণধর্ষণ মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে ডাকাতি ও গণধর্ষণের মামলার ৯ আসামির মধ্যে আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ আজ শুক্রবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. আব্দুল আজিস এ তথ্য জানান

তিনি জানান, গত ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের বলপায়া আদমে একটি সঙ্গবদ্ধ দল এক নারীর বাড়িতে ডাকাতি গণর্ধষণ করে এ ঘটনায় মামলার ৯ আসামির মধ্যে সাতজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ এর মধ্যে ৫৯ কার্যদিবসের মধ্যে আটজনের বিরুদ্ধে চার্জশিট ও অন্তর নামে একজনের বয়স ১৮ এর নিচে হওয়ায় তাকে দোষী হিসেবে অভিযোগ দাখিল করেন তদন্ত কারী র্কমর্কতা

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর থানার ওসি আব্দুর রশিদসহ পুলিশের তদন্তকারী র্কমর্কতারা

চার্জশিটভুক্ত আসামিরা হলেন মো. আমিন (৪০), মো. আব্দুল হালিম (৩২), মো. সাইফুল ইসলাম (৩০){পলাতক}, মো. বেলাল হোসেন (২৩), মো. ওমর ফারুক (২৪) {পলাতক}, মো. ইকবাল হোসেন (২১), মো. শাহিন মিঞা (১৯), সৈয়দ আব্দুল রশিদ (৪৩)

দোষী হিসেবে অভিযোগ দাখিল করা হয়েছে মো. অন্তরকে (১৭) পুলিশ সুপার আরও জানান, মামলার বাদিনী পুষ্পরাণী চাকমা পুলিশের তদন্তে সন্তুষ্ট বলে তাকে জানিয়েছে