খেলাধুলা ১৮ ডিসেম্বর, ২০২০ ১২:০৬

চট্টগ্রামের লক্ষ্য ১৫৬

রিয়াদের দৃঢ়তায় খুলনার লড়াকু পুঁজি

মাহমুদুল্লাহ রিয়াদ

মাহমুদুল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক

মিরপুরের শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

a

বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালে টসে জিতে জেমকন খুলনাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গাজী গ্রুপ চট্টগ্রাম। শুরুর দিকে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনার ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারছিলেন না। তবে শেষদিকে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় লড়াকু পুঁজি পায় জেমকন খুলনা। চট্টগ্রামের পক্ষে দুটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম। আর খুলনার পক্ষে ৪৮ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন রিয়াদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে জেমকন খুলনা স্কোরবোর্ডে জমা করে ৭ উইকেটে ১৫৫ রান।  

উল্লেখ্য, শ্বশুরের মৃত্যুর কারণে এই ম্যাচে খুলনার হয়ে মাঠে নামছেন না খুলনার অন্যতম বড় তারকা সাকিব আল হাসান।