খেলাধুলা ১৯ ডিসেম্বর, ২০২০ ০৩:৩৭

অ্যাডিলেড টেস্টে ভারতীয় স্পিনারদের আধিপত্ত

স্পোর্টস ডেস্ক

অ্যাডিলেড টেস্ট জমিয়ে দিলেন ভারতীয় বোলাররা। ১৯১ রানেই থেমে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জ্বলে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন। নিলেন ৪ উইকেট। উমেশ যাদব পেলেন তিনটি। একই ওভারে জোড়া উইকেট নেন উমেশ। লাবুশানে ও কামিন্সকে ফেরান তিনি। আর বুমরার দখলে ২ উইকেট। সামি উইকেট না পেলেও দুরন্ত বোলিং করলেন।

২৪৪ রানে ভারতীয় ইনিংস শেষ করে দেওয়ার পর ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জাসপ্রীত বুমরা পরপর তুলে নেন দুই ওপেনার ম্যাথু ওয়েড এবং জো বার্নসকে। দু’‌জনেই ৮ রান করেছেন। দুইজনেই হল এলবিডাব্লিউ। মাত্র ২৯ রানের ভিতরেই ২ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার।

এরপর লাবুশানের সঙ্গে ইনিংস তৈরিতে নামেন স্টিভ স্মিথ। কিন্তু বল করতে এসে প্রথম ওভারেই স্মিথকে (‌১)‌ ফেরান অশ্বিন। ক্যাচ ধরেন রাহানে। লাবুশানে ৪৭ রান করে উমেশের শিকার হন। ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন রান পাননি। অধিনায়ক টিম পাইন একটা দিক ধরে রাখলেন। তিনি ৭৩ রানে অপরাজিত থাকেন।

১১১ রানেই সাত উইকেট পড়ে যায় অসিদের। সেখান থেকে মিচেল স্টার্ক (‌১৫)‌, নাথান লায়ন (‌১০)‌ ও হ্যাজলেউডকে (‌৮)‌ সঙ্গে নিয়ে দলের রান ১৯১ এ নিয়ে যান পাইন। পাইন আউট হয়ে গেলে আরও আগে থেমে যেত পিঙ্ক বল টেস্টে অসিদের প্রথম ইনিংস। ৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারত তুলেছে এক উইকেটে ৯ রান। পৃথ্বী শ্বাহ (‌৪)‌ আবার বোল্ড হলেন। এবার কামিন্সের বলে। দুই ইনিংসেই ব্যর্থ তিনি। ভারত আপাতত এগিয়ে ৬২ রানে। উইকেটে আছেন মায়াঙ্ক আগরওয়াল (‌৫)‌ ও নাইট ওয়াচম্যান জাসপ্রীত বুমরা।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ২৪৪ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। প্রথমদিনের ২৩৩/‌৬ নিয়ে এদিন খেলা শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু কোনও রান না করেই ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অশ্বিন (‌১৫)‌ ও ঋদ্ধিমান সাহা (‌৯)‌। উমেশ এবং সামিও উইকেটে এলেন আর প্যাভিলিয়নে ফিরলেন। এ'দিন দুটি করে উইকেট ভাগ করে নিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। স্টার্ক পেলেন মোট ৪ উইকেট। কামিন্সের দখলে গেল তিনটি। এদিন মাত্র ৪ ওভার স্থায়ী হয় ভারতের ইনিংস।